পাল্টা শুল্ক নিয়ে কাল জরুরি আন্তমন্ত্রণালয় বৈঠক ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয়

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ নিয়ে করণীয় ঠিক করতে কাল রোববার জরুরি আন্তমন্ত্রণালয় বৈঠক ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয়। এ বৈঠকের মূল উদ্দেশ্য হলো পাল্টা শুল্ক আরোপের বিষয়টি পর্যালোচনা করার পাশাপাশি পরবর্তী কৌশল ঠিক করা। এ বৈঠক সশরীর অনুষ্ঠিত হবে না। জুম লিংকের মাধ্যমে ভার্চ্যুয়ালি এ বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তারা অংশ নেবেন।
রোববার সকাল সাড়ে ১০টায় এ বৈঠক হবে। এতে সভাপতিত্ব করবেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান।
ঈদের ছুটির মধ্যেও গতকাল শুক্রবার বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থাকে বৈঠকে অংশ নেওয়ার জন্য অনুরোধ করে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। যাঁদের বৈঠকে অংশ নিতে অনুরোধ করে চিঠি দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে অন্যতম হলেন পররাষ্ট্রসচিব, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি অনুবিভাগের অতিরিক্ত সচিব, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর, বেসরকারি প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ ও বেসরকারি প্রতিষ্ঠান র্যাপিডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রাজ্জাক।